কম দামে ডোমেইন কোথায় পাওয়া যায়?

কম দামে ডোমেইন কোথায় পাওয়া যায়

যারা একটু কম দামে ডোমেইন কিনতে চান এই পোস্টটি তাদের জন্য।


tld-list.com এই ওয়েবসাইটি থেকে আপনি সহজেই জানতে পারবেন কোন রেজিস্ট্রার কত কম দামে আপনার পছন্দের ডোমেইন এক্সটেনশন বিক্রি করছে।


ওয়েবসাইটে প্রবেশ করলে হোমপেজেই দেখতে পাবেন লিস্ট। আপনি যদি দেখতে চান একই ডোমেইন এক্সটেনশন কে কত দামে বিক্রি করছে তাহলে কাঙ্খিত ডোমেইন এক্সটেনশনে ক্লিক করলেই সেই লিস্ট ফিল্টার হয়ে চলে আসবে।

কম দামে ডোমেইন

সাথে দেয়া থাকবে রেজিস্ট্রারের ফিচার, রিনিওয়াল ফি, রিভিউ ইত্যাদি।

সেই সাথে তাদের ফ্রি প্লান পারচেজ করতে পারেন। এটির সুবিধা হচ্ছে, যখনই কোন রেজিস্ট্রার তাদের নতুন অফার দিবে বা প্রাইস ড্রপ করবে তখনই আপনি মেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন।